২০১৮ তে প্রথম নন্দী হিলস গিয়েছিলাম, ২০২০ তে দ্বিতীয়বার। রাস্তাঘাট একই আছে, নন্দী পাহাড়ও একই আছে। নতুন যেটা দেখলাম সেটি মেঘ আর কুয়াশা। আমার আগের ব্লগের লিঙ্ক দিয়ে দিলাম আগের অভিজ্ঞতা নিয়ে লেখা ওখানে পাবেন। Bangalore to Nandi Hills | ব্যাঙ্গালোর থেকে নন্দী হিলস এই ব্লগে নতুন করে কিছু লেখার নেই, শুধু দ্বিতীয়বারের কিছু ছবি এখানে দিয়ে রাখলাম।
নন্দী পাহাড়, নন্দীদুর্গ নামে পরিচিত, এটি একটি প্রাচীন পাহাড়ের দুর্গ যা বেঙ্গালুরুর কাছে চিক্কাবল্লাপুর জেলায় অবস্থিত। নন্দী পাহাড় সমুদ্রতল থেকে ৪৭০০ ফুট উঁচুতে এবং বেঙ্গালুরু থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে। লোকেরা খুব সকালে মেঘের ওপরে অত্যাশ্চর্য সূর্যোদয়ের সৌন্দর্য দেখতে নন্দী পাহাড় ঘুরে দেখতে পছন্দ করেন।
★ আমার লেখায় অজস্র বানান ভুল থেকে যায়, পাঠকের চোখে পড়লে অবশ্যই কমেন্ট করে জানাবেন ★
[foogallery id=”11673″]

রূপ কথা
বিজয়া দশমীর রাতের গল্প
কালচক্র
শামুকের মুক্তি
অভিমানী বাবী
বৃষ্টির দিনে সেই প্রথম
ফেসবুকের অভিনন্দন পত্র
Gaighata Tornado 1983 | গাইঘাটা ঘূর্ণিঝড় ১৯৮৩ (চড়ুইগাছি টর্নেডো)