তখনও অনেক ছোট, মাছ চিনতাম না। আব্বার (বাবার) সাথে পুকুরে মাছ ধরতে গিয়েছিলাম বাড়ি থেকে একটু দূরে। অনেক মাছ উঠছিলো জালে তাই বড়ো থলে নিতে বাড়ি এসেছিলাম। ঠাকুমা জিজ্ঞাসা করেছিল –
কি রে মাছ উঠছে জালে? কি মাছ উঠছে?
উত্তরে বলেছিলাম –
অনেক উঠছে, ইয়া বড়ো বড়ো ইলিশ মাছ!!
ঠাকুমা হেসে বলেছিলো –
“ওরে পাগলা ওটা ইলিশ মাছ নয়, ওই সাদা সাদা মাছ গুলো Silver carp মাছ
সেদিন প্রথম বুঝেছিলাম ইলিশ আর silver carp মাছের তফাৎ। সেই প্রথম প্রেমে পড়া, ইলিশ মাছের সাথে। ?
সঞ্জয় হুমানিয়া
৭ই জানুয়ারি ২০১৫, অরঙ্গাবাদ, মহারাষ্ট্র, ইন্ডিয়া
★ আমার লেখায় অজস্র বানান ভুল থেকে যায়, পাঠকের চোখে পড়লে অবশ্যই কমেন্ট করে জানাবেন ★