Share

ইলিশ আর Silver carp

তখনও অনেক ছোট, মাছ চিনতাম না। আব্বার (বাবার) সাথে পুকুরে মাছ ধরতে গিয়েছিলাম বাড়ি থেকে একটু দূরে। অনেক মাছ উঠছিলো জালে তাই বড়ো থলে নিতে বাড়ি এসেছিলাম। ঠাকুমা জিজ্ঞাসা করেছিল –

কি রে মাছ উঠছে জালে? কি মাছ উঠছে?

উত্তরে বলেছিলাম –

অনেক উঠছে, ইয়া বড়ো বড়ো ইলিশ মাছ!!

ঠাকুমা হেসে বলেছিলো –

“ওরে পাগলা ওটা ইলিশ মাছ নয়, ওই সাদা সাদা মাছ গুলো Silver carp মাছ

সেদিন প্রথম বুঝেছিলাম ইলিশ আর silver carp মাছের তফাৎ। সেই প্রথম প্রেমে পড়া, ইলিশ মাছের সাথে। ?

সঞ্জয় হুমানিয়া
৭ই জানুয়ারি ২০১৫, অরঙ্গাবাদ, মহারাষ্ট্র, ইন্ডিয়া

★ আমার লেখায় অজস্র বানান ভুল থেকে যায়, পাঠকের চোখে পড়লে অবশ্যই কমেন্ট করে জানাবেন ★