মাত্র সহজ ৫টি ধাপে কিভাবে রান্না করবেন অসাধারণ মটন স্টু !!
১) প্রথমেই মটন কষার মতো রান্না করুন।
২) তারপর কুকার এ সিটি লাগিয়ে বন্ধুদের বলুন, “ভাই ৬ টা সিটির পর বন্ধ করে দিস, আমি একটু বাইরে যাচ্ছি।”
৩) তারপর ১ ঘণ্টা পর ঘরে ফিরুন এবং আবিষ্কার করুন যে সবাই ভুলে গাছে এবং কুকারে তখন ১২ বা ১৪ নম্বর সিটি চলছে।
৪) আপনার অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে যাবে, “OHH F**K !!” (এটা সম্পূর্ণ অভিনয়)
৫) তাড়াহুড়ো করে গ্যাস বন্ধ করুন এবং কুকার খুলে দেখবেন মটন স্টু রেডি।
৬) চুক চুক করে খেয়ে ফেলুন বন্ধুদের সাথে
Idea courtesy : Suman Roy