বন্ধু (Sanjib Das) ফোন করে বললো, কি হচ্ছে দেখেছিস?
বললাম, না দেখিনি। বন্ধু বললো, ফেসবুকে দেখিসনি দাঙ্গা হচ্ছে? সারাক্ষন তো ফেসবুকে অনলাইন থাকিস, দাঙ্গার খবর দেখিসনি? বললাম, আমি ফেসবুক বিনোদন হিসাবেই ব্যবহার করি, একটু relax হওয়ার জন্য। ফেসবুক সেটার জন্যই বানানো হয়েছিলো।

যে, যারা বা কোনো পেজ ফেসবুককে অন্য উদ্দেশ্যে ব্যবহার করে আমি তাদের কে remove, block, unlike বা unfollow করি। আর এতে আমি বেশ সুখেই আছি। আমি ফেসবুকে বিনোদন হিসাবে দেখতে চাই,
আতঙ্ক বা হিংসা প্রচারের মিডিয়া হিসাবে দেখতে চাই না।

“ধর্ম একটি প্রেরণা যা পশুকে মানুষে পরিণত করে ও মানুষকে দেবতায় উন্নত করে”
– স্বামী বিবেকানন্দ

ধর্ম বলতে বোঝায় মনুষ্যত্ব, সুতরাং মানুষের উচিৎ নয় মনুষ্যত্ব ছেড়ে পশুত্বে ফিরে যাওয়া কারন প্রবাদ আছে –

“বাঘ বাঘের মাংস খায় না”
– আবুল ফজল।

আজ তাই সর্বধর্মের এই পথে হাঁটা প্রমান করে মনুষ্যত্বের জয় সব সময় থাকে ও থাকবে। ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন।

দাঙ্গা শুধু ফেসবুকেই!
দাঙ্গা শুধু ফেসবুকেই!
Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *